শিগগির পুলিশ কমিশন গঠন, আগের নির্বাচনের কর্মকর্তারা বাদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৩:৩৬ পিএম
শিগগির পুলিশ কমিশন গঠন, আগের নির্বাচনের কর্মকর্তারা বাদ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বাধীন ও উৎসবমুখর করতে সরকার দ্রুতই পুলিশ কমিশন অধ্যাদেশ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, পুলিশ যেন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, পুলিশের জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে— নির্বাচন হতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। কেউ অনৈতিক কাজে জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে যারা ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেক পুলিশ কর্মকর্তা আছেন যারা অপরাধে জড়িত ছিলেন এবং দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তারা আইনের চোখে অপরাধী, তাই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।”

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত ইস্যু, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপদেষ্টা জানান, রাউজান থেকে ১১টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে।

একটি রাজনৈতিক দল মনোনয়ন তালিকা ঘোষণার পর দেশের কয়েকটি স্থানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট খুলে দেওয়া হয়েছে। “ছোটখাটো যে সমস্যা আছে, তা সমাধান করা হবে,” বলেন তিনি।

নির্বাচনে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে কি না— এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “এখনও ম্যাজিস্ট্রেসি পাওয়ার বহাল আছে। নির্বাচনের সময়ও তা বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্ত পরে দেখা হবে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য ও ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অনলাইনে অনেক সময় ভুয়া তথ্য ছড়ানো হয়, কিন্তু সাংবাদিকদের তথ্য সাধারণত সত্য। আপনারা যাচাই করা সংবাদ দিন। বিভ্রান্তি রোধে প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।”

তিনি আরও বলেন, নির্বাচনে কোনো দলকে বিশেষ সুবিধা দিলে বা রাজনৈতিকভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট পুলিশের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য এবার ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ বিভিন্ন বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে