গজারিয়ায় একই স্টাইলে আবারও ডাকাতি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৩:৩৮ পিএম
গজারিয়ায় একই স্টাইলে আবারও ডাকাতি

গজারিয়ায় একই স্টাইলে আবারও ডাকাতি। মুন্সীগঞ্জের গজারিয়ায় বারান্দার গ্রিল কেটে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা বৃদ্ধ স্বামী স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয় দেখিয়ে লুট করে নিয়ে যায় ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা।

সোমবার (৩ নভেম্বর) রাত ৩টায় উপজেলার ভবেরচর ইউনিয়ন এর সাতকাউনিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলম/মামুন পিতা মো. সিরাজুল ইসলামের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার সময় আলম/মামুন বাড়িতে ছিল না, তাদের বৃদ্ধ বাবা মা এই বাড়ি থাকে।  

প্রার্থী অপছন্দের হলে ‘না’ ভোট, পলাতকরা ভোটে দাঁড়াতে পারবেন নাপ্রার্থী অপছন্দের হলে ‘না’ ভোট, পলাতকরা ভোটে দাঁড়াতে পারবেন না

ভুক্তভোগী বাড়ির মালিক আলম মিয়া জানান, ব্যবসায়ী কাজে আমরা দুই ভাই স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় থাকি। সোমবার বিকালে আমরা দুই ভাই পরিবার নিয়ে ঢাকায় চলে যাই। বাসায় আমার বৃদ্ধ বাবা ও মা ছিলো। তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে ১৫-২০ সদস্যের একটি ডাকাতদল বারান্দার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে তারা আমার বাবা ও মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ বলেন, দুটো ডাকাতির ঘটনা একই ধরনের, বাড়ি দুটোও নিরিবিলি পরিবেশে অবস্থিত, ডাকাত দলের পরিধানের জামা কাপড়ও একই ধরনের, আমরা চক্রটাকে আটকে সর্বত্র চেষ্টা করছি। 

উল্লেখ্য সোমবার (৩ নভেম্বর) উপজেলা বালুয়াকান্দী গ্রামে অবসর প্রাপ্ত সেনা সদস্য মো. ফজলুল হকের বাড়িতে জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩৫ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়।

আপনার জেলার সংবাদ পড়তে