ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম এ হান্নান"

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম
ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনে বিএনপির মনোনয়ন পেলেন এম এ হান্নান"

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জলপনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের জন্য বিএনপি এম এ হান্নানকে মনোনয়ন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর নাম ঘোষণা করেন। 

বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা বিএনপি’র সভাপতি  হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন থেকে তিনি মিছিল মিটিং সহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। বর্তমানে নাসিরনগর উপজেলার প্রতিটি হাটবাজারে বিএনপি’র ৩১ দফার পক্ষে গণসংযোগ করেছেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে,তৃণমূল পর্যায়ে গণসংযোগ, সাংগঠনিক দক্ষতা এবং তরুণ নেতৃত্বে গ্রহণযোগ্যতা বিবেচনায় রেখে বিএনপির হাইকমান্ড এম এ হান্নানের নাম চূড়ান্ত করে তার নাম ঘোষনার পর নাসিরনগরে বিভিন্ন স্থানে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন।

এদিকে দলীয় মনোনয়ন পাওয়ায়  প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন নেতাকর্মীরা। একাধিকবারের গোর্কণ ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান  এম এ হান্নান তরুণ উদ্বামী ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি নাসিরনগরের বিভিন্ন সামাজিক সাংগঠনিক ও মানবিক কর্মকান্ডে যুক্ত রয়েছেন। ফলে তৃণমূল নেতাকর্মীদের মাঝে তার গ্রহণযোগ্যতা রয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান  এম এ হান্নানের প্রার্থিতা আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া -১ আসনে নতুন উদ্দীপনা তৈরি করবে বিএনপির রাজনীতিতে এমনটাই মনে করছে তৃণমূল নেতাকর্মীরা। বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং  আল্লাহর শুকরিয়া আদায় করে

এম এ হান্নান  বলেন আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজী রেখে বিগত ১৭ টি বছর নাসিরনগর মানুষের কল্যানে নিজেকে বিলিয়ে দিয়েছি। মানুষের কল্যানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে  মামলার আসামি  হয়েছি, জেল কেটেছি। জেল খাটতে গিয়ে আমি আমার গর্ভধারিনী মাকে হারিয়েছি। তবুও ফ্যাসিস্ট আওয়ামীগ সরকার আমাকে দমিয়ে রাখতে পারেনি। পারেনি নাসিরনগরের মাটি ও মানুষের কাছ থেকে সরিয়ে রাখতে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগনকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান নাসিরনগরের গনমানুষের হৃদয়ের স্পন্দন এম এ হান্নান। তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে আমার এলাকায় প্রতিটা কাজ পরিচালনা করছি। সুখে দুঃখে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। মাঠে ময়দানে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাচ্ছি। ব্যাপক সাড়াও পাচ্ছি। দল মনোনয়ন দিয়েছে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে