সাতক্ষীরা ২ ও ৩ আসনে মনোনয়ন না পাওয়ায় হরতাল-অবরোধ, কুশপুত্তলিকা দাহ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৪:৫৮ পিএম
সাতক্ষীরা ২ ও ৩ আসনে মনোনয়ন না পাওয়ায় হরতাল-অবরোধ, কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা -২ (সদর ও দেবহাটা) এবং সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির প্রার্থী ঘোষণার পর মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও হরতালের মতো কর্মসূচি পালন করছেন। 

দলীয় সূত্র জানায়, সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির কেন্দ্রীয় সদস্য ও ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলম দলীয় মনোনয়ন না পাওয়ায় উত্তাল হয়ে উঠেছে নলতা এলাকা। এ ঘটনায় মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল থেকে অর্ধদিবস হরতাল, সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেন তাঁর কর্মী-সমর্থকরা। তারা মনোনয়নপ্রাপ্ত কাজী আলাউদ্দিনের কুশপুত্তলিকাও দাহ করেন।

সকাল ১১টার দিকে নলতা হাসপাতাল মোড়ে নলতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে সাতক্ষীরা-মুন্সিগঞ্জ সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বক্তারা এ সময় সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। তারা বলেন, “গরিবের ডাক্তার ডা. শহিদুল আলমকে বঞ্চিত করে এই আসনে বিএনপি জেতা কঠিন হবে।”


এর আগে সোমবার রাতে নলতা ও আশপাশের এলাকায় তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী। তারা সাতক্ষীরা-৩ আসনের ঘোষিত মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং এ আসনে বিএনপি পরাজিত হবে।

মঙ্গলবারের সমাবেশে সভাপতিত্ব করেন নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, তরুণ দলের সহসভাপতি মাসুম বিল্লাহ ও বিএনপি নেতা এসএম হাফিজুর রহমান বাবু প্রমুখ।

বক্তারা বলেন, “ডা. শহিদুল আলম জনমানুষের নেতা, গরিবের চিকিৎসক। তাঁকে বাদ দিলে তৃণমূল ক্ষুব্ধ হবে।” তারা কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে পুনর্বিবেচনার মাধ্যমে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভে স্থানীয় জনগণের পাশাপাশি নারীদের অংশগ্রহণও লক্ষ্য করা গেছে। নলতা ও পার্শ্ববর্তী কালিবাড়ি এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান অর্ধদিবস বন্ধ ছিল।

এদিকে সাতক্ষীরা সদর নিয়ে গঠিত সাতক্ষীরা-২ আসনে চেয়ারম্যান আব্দুল আলীম দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় নেতা-কর্মীরা। সোমবার রাতে তারা বিক্ষোভ ও মশাল মিছিল করেন।

বিনেরপোতা বিসিক মোড় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাছবাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা “আব্দুল আলীমের ন্যায্য দাবি মানতে হবে”, “তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা চলবে না”-এমন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা জানান, আব্দুল আলীম দীর্ঘদিন তৃণমূলের পাশে থেকে রাজনীতি করছেন। তাঁকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত অন্যায়। তাঁরা অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে