আগামী এয়ােদশ জাতীয় সংসদ নির্বাচনে -খুলনা-৬,(কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনােনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী খুলনা জেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে কয়রা উপজেলা মহিলাদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর)বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে মহিলাদল নেত্রী ফাতেমা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বীরমুক্তি যোদ্ধা জিএম মাওলা বকস, সাবেক যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গােলাম মােস্তফা, মহিলাদলনেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম,বিএনপিনেতা মােস্তাফিজুর রহমান শেখ সিরাজুল ইসলাম, অধ্যাপক আবুল কালাম আজাদ , এফএম মােহরম হােসেন, জামাল ফারুক জাফরিন,নাজমুল হুদা,, এম করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ,যুবদল নেতা আহাদুর রহমান লিটন , জাসাসের সদস্য সচিব আমিনুর রহমান,উপজেলা শ্রমিকদলের সভাপতি আকবার হােসেন, সাধারন সম্পাদক আব্দুর রউফ , তাঁতীদলের সাধারন সম্পাদক গাজী সিরাজুল ইসলাম, ছাত্রদলনেতা মামুন হােসাইন, মেহেদী হাসান সবুজ, মহিলাদলনেত্রী রােজিনা খাতুন মাহফুজা খাতুন,রুবিনা খাতুন,বীথি আক্তার,রাবেয়া সুলতানা,শাহনাজ পারভিন, জেসমিন খাতুন,ফিরােজা বেগম,বকুল পারভিন প্রমুখ। সভায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে প্রতিটা ওয়ার্ডে মহিলাদলের নেতৃত্বে ওঠান বৈঠক ও কর্মী সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।