ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০১ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৫:৪১ পিএম
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ১০১ জন

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ১০১ জন রোগী। সোমবার (৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরেই সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪১ জন, দক্ষিণ সিটিতে ১৭৫ জন এবং ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়ে সর্বাধিক ১৫১ জন শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। চট্টগ্রামে ১২৫ জন, খুলনায় ৫৯ জন, ময়মনসিংহে ৭৫ জন, রাজশাহীতে ৪৫ জন, রংপুরে ১৯ জন এবং সিলেটে ৩ জন নতুন রোগী পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়ি ঢাকা দক্ষিণ সিটিতে, অন্যজনের বাড়ি ঢাকা উত্তর সিটিতে। এ নিয়ে চলতি বছরে সারাদেশে ডেঙ্গুতে মোট ২৯২ জনের মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯২৩ জনে।

অন্যদিকে একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৭৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৫২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর বর্ষা মৌসুমে তুলনামূলক কম বৃষ্টিপাত হলেও এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণে ঘাটতি থাকায় সংক্রমণের হার এখনো বেশি। তাঁরা বাসাবাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব এবং জমে থাকা পানিতে মশার লার্ভা ধ্বংসে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে