আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে লড়বেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা প্রকাশ করেন। এতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নাম ঘোষণা করা হয়েছে। এ আসনে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন।
এদিকে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সংসদীয় আসনে বিএনপি নেতা মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নাম ঘোষণা করা হলে তার সমর্থকরা সোমবার রাতে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। আলাপকালে তার সমর্থকরা জানান, দল সঠিক নেতাকে মূল্যায়ন করেছে। এর জন্য দলটির চেয়ারম্যান প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।