চাঁদপুরসহ বিএনপির মনোনয়নপ্রাপ্ত ৭ জনকে রাশেদ চৌধুরীর শুভেচ্ছা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৭:০৫ পিএম
চাঁদপুরসহ বিএনপির মনোনয়নপ্রাপ্ত ৭ জনকে রাশেদ চৌধুরীর শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার বিএনপি চাঁদপুর জেলার পাঁচটি  আসনে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিএনপির মনোনয়নপ্রাপ্ত চাঁদপুরের ৫ জনসহ কুমিল্লার মনিরুল হক চৌধুরী, ঝিনাইদহের মেহেদী হাসানকে  প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক কর্মকর্তা ও চাঁদপুর জেলা বিএনপি নেতা রাশেদ আহমেদ  চৌধুরী। 

তিনি বলেন,ধানের শীষের প্রার্থী হিসাবে  চাঁদপুর-১ (কচুয়া) আ ন ম এহসানুল হক মিলন,চাঁদপুর-২ ( মতলব দক্ষিণ ও মতলব উত্তর) ড. জালাল উদ্দিন, চাঁদপুর- ৩ ( সদর ও হাইমচর)  শেখ ফরিদ আহমেদ মানিক,চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)  লায়ন হারুন অর রশিদ ও চাঁদপুর-৫ (হাজিগঞ্জ- শাহারাস্তি)  ইঞ্জি: মমিনুল হককে মনোনীত করায় পরম করুনাময় আল্লাহ তায়ালার  প্রতি অশেষ শোকরিয়া এবং 

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের মহাসচিবসহ বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

সেই সঙ্গে কুমিল্লা -৬ আসনে বর্ষিয়ান রাজনীতিবিদ মনিরুল হক চৌধুরী ও ঝিনাইদহ- ৩ থেকে  চাঁদপুর ফরিদগঞ্জের সাবেক চারবারের এমপি  মরহুম আলমগীর হায়দার খানের বড় মেয়ের জামাতা মেহেদী হাসানকে বিএনপি ধানের শীষের মনোনয়ন পাওয়ায় তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন জানান রাশেদ চৌধুরী। সকলের সফলতা কামনা করে বলেন, ইনশাআল্লাহ, ধানের শীষের জয় হবে।

আপনার জেলার সংবাদ পড়তে