আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে সিলেট-১ আসনে প্রার্থী হয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রার্থী ঘোষণার পর রাতেই এক ভিডিও বার্তায় তিনি দলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রার্থী ঘোষণা একটি প্রাথমিক ধাপ মাত্র। এখন দলের সকল নেতাকর্মীকে সুশৃঙ্খলভাবে একযোগে প্রচারণা চালাতে হবে।”
তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে সিলেটের পুঞ্জিভূত সমস্যার সমাধানে সুরমা নদীর ভাঙন রোধ, খনন প্রকল্প, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল, আইটি সেক্টরে গুরুত্বারোপসহ অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কাজ করা হবে।”
সিলেট বিভাগের ঘোষিত ১৪ আসনের মধ্যে ১৩ জন পুরুষ প্রার্থীর বিপরীতে একমাত্র নারী প্রার্থী হিসেবে সিলেট-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী।
মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তিনি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
অন্যদিকে সিলেট-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে অংশ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
মঙ্গলবার সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন লালাবাজার মাইক্রোবাস শাখার ত্রিবার্ষিক নির্বাচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। সিলেট-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মনোনয়ন পাওয়ার পর তিনি জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী ও ব্যারিস্টার এম এ সালামের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন।