ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের দোলন জোটের মনোনয়ন পেতে পারে, ক্ষুব্দ বিএনপি'র নেতারা

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম
ফরিদপুর ১ আসনে আওয়ামী লীগের দোলন জোটের মনোনয়ন পেতে পারে, ক্ষুব্দ বিএনপি'র নেতারা

গত ৩ নভেম্বর ২৩৭ টি আসনে সংসদ নির্বাচনের জন্য  বিএনপির দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেখানে ফরিদপুর ১আসনটি ফাঁকা রাখা হয়। গুঞ্জন উঠেছে এই আসনটি বিএনপির শরীর দলের কাউকে ছেড়ে দিতে পারে।  এ খবরে এই আসনের বিএনপি'র নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  একাধিক নাম থাকলেও ধারণা করা হচ্ছে সাংবাদিক আরিফুর ইসলাম দোলন কোন একটি দলে যোগদান করে, এই আসন থেকে নির্বাচন করতে ব্যাপক তদবির ও দরখাসাকোষী করছে। 

দীর্ঘদিন নির্বাচনে প্রস্তুতি নেওয়া ফরিদপুর ১ আসনের বিএনপি নেতা কর্মীরা যা কোনভাবেই এই সংবাদ মেনে নিতে পারছে না। 

  সামাজিক যোগাযোগ মাধ্যমে দোলনের নামে বিভিন্ন ব্যক্তিকে একাধিক পোস্ট করতে দেখা যায়। 

দোলন মূলত আওয়ামী পরিবারের একজন সদস্য , শেখ হাসিনা সহ একাধিক আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ সাথে দোলনের ছবি ফেসবুকে সয়লাব। 

 শেখ হাসিনার সাবেক বিয়াই খন্দকার মোশারফ হোসেনের ঘনিষ্ঠ আত্মীয় সূত্রে কোটি কোটি টাকা কামিয়েছে আরিফুর রহমান দোলন।

এনিয়ে মানি লন্ডারিং মামল সহ একাধিক মামলা হয়েছে তার নামে। 

আওয়ামী পরিবারের লোক দোলন পূর্বের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 

গত নির্বাচনে বিএনপি যেখানে ভোট বর্জন করেছিলো, সেই শেখ হাসিনার পাতানো ডেমি নির্বাচনে দোলন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর ১ আসনে নির্বাচন করেছিল। 

দোলনের এই দল পরিবর্তনের খবর শুনে আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাই দোলনকে বেইমান বলে আখ্যা দিচ্ছে। দোলন নির্বাচিত হলে আওয়ামী লীগের বি টিম বেশি লাভবান হবে বলে অনেকের ধারণা। 

ফরিদপুর এক আসনে  বিএনপি দলীয় জোট থেকে দোলনকে নমিনেশন দিলে, মধুখালী বোয়ালমারী আলফাডাঙ্গা উপজেলায়, তিল তিল করে গড়ে তোলা দীর্ঘদিনের বিএনপি'র শক্তিশালী অবস্থান ভঙ্গুর দশায় পরিণত হবে। 

এতে করে জামাত ইসলাম বা অন্য দল আরো শক্তিশালী হয়ে উঠবে। আগামীতে কখনই এই আসনটি বি,এনপি তাদের পক্ষে নিতে পারবে না। 

বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের একটাই দাবি,খন্দকার নাসিরুল ইসলাম নাসির দীর্ঘদিন এই আসনটিতে দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে কাজ করছে, দুর্দিনে দলের হাল ধরেছে, তাই তাকেই দল থেকে নমিনেশন দিলে এই আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করে অনেকে।

আপনার জেলার সংবাদ পড়তে