ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৭:৫৯ পিএম
ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের বৃত্তি ও সার্টিফিকেট প্রদান

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ৪ অক্টোবর বেলা ১০ টায় উপজেলার আগ্রাদিগুন মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আগ্রাদিগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানি। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জীবন গড়তে ভবিষ্যতে করণীয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি' ম্যানেজার মানুয়েল হাসদা, আগ্রাদিগুন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল

আগ্রাদিগুন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, আগ্রাদিগুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আগ্রাদিগুন সপ্রাবি’র শিক্ষক জাহাঙ্গীর আলম, খেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবেশ চন্দ্র বর্মন প্রমূখ। ধামইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৯৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। বাংলাদেশ পরিবেশে আন্দোলনের সাধারণ সম্পাদক ও মজিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবীর বলেন, "কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অব্যাহত থাকবে এবং কৃতি শিক্ষার্থী সৃষ্টিতে শিক্ষকদের বিচক্ষণতার সাথে দায়িত্ব পালনের প্রত্যাশা করি।"