গাবতলীতে ৩৯ টি তাজা ককটেল উদ্ধার

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া) | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫, ০৮:০১ পিএম
গাবতলীতে ৩৯ টি তাজা ককটেল উদ্ধার

বগুড়ার গাবতলীতে ৩ দিন আগে ককটেল বিস্ফোরণের ঘর হতে ৩৯ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ককটেল গুলো সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ সদস্যরা তা সরজমিনে গিয়ে পুলিশের সহযোগিতায় নিস্ক্রিয় করেছে।

‎পুলিশের হাতে গ্রেফতারকৃত ককটেল তৈরির কারিগর আতাউর রহমান সেলিমের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৪ নভেম্বর) গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে মুক্তারের বাড়িতে পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় অভিযান চালায়। রোববার বিস্ফোরিত পাশের

‎ঘরে তালাবদ্ধ স্টীলের বাক্সে দু'টি‌ ব্যাগে রক্ষিত ৩৯ টি তাজা ককটেল উদ্ধার করা হয়।

‎ককটেলগুলো সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ

‎৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ান রিকোভারি এন্ড ডিসপোজাল ওয়ারেন্ট অফিসার জাকির হোসেনের নেতৃত্বে  ৬ সদস্য নিস্ক্রিয় কাজে অংশ নেয়।

‎গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেফতারকৃত আসামি আতাউর রহমান সেলিমের দেয়া তথ্যের ভিত্তিতে ককটেল গুলো সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে তা, নিস্ক্রিয় করা হয়েছে। মুল ঘটনা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

‎ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭/৮ জনকে আসামি একটি মামলা দায়ের করেছে।

‎শান্তি শৃংখলা রক্ষায় এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে