দীর্ঘ দশ ম্যাচে জয়হীন থাকার দায়ে অবশেষে কোচ স্তেফানো পিওলিকে বিদায় জানাল ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। মঙ্গলবার (৪ নভেম্বর) ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, টানা ব্যর্থতার কারণে পিওলিকে প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইতালির শীর্ষ লিগ সেরি আ’তে মৌসুমের শুরু থেকেই ছন্দহীন ফিওরেন্তিনা এখন পর্যন্ত মাত্র চার পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। লিগের প্রথম দশ ম্যাচে ছয়টিতে হার এবং চারটিতে ড্র করায় তারা এখন টেবিলের একেবারে নিচে। রোববার নিজেদের মাঠে লেচ্চের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ই পিওলির ভাগ্য নির্ধারণ করে দেয়।
ফিওরেন্তিনার ইতিহাসে এটি তাদের সবচেয়ে বাজে সূচনা। সমর্থকদের ক্ষোভ আর ধারাবাহিক ব্যর্থতায় ক্লাব কর্তৃপক্ষের ধৈর্যচ্যুতি ঘটে। পিওলির বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবারের জরুরি বৈঠকে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, “এসি এফ ফিওরেন্তিনা নিশ্চিত করছে যে স্তেফানো পিওলিকে প্রথম দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
অস্থায়ীভাবে দলটির অনূর্ধ্ব-১৯ দলের কোচ দানিয়েলে গ্যালোপ্পা দায়িত্ব নিচ্ছেন। ক্লাব জানিয়েছে, নতুন প্রধান কোচ নিয়োগ না হওয়া পর্যন্ত তিনিই প্রথম দলের দায়িত্ব পালন করবেন।
পিওলি চলতি বছরের জুলাইয়ে দ্বিতীয় মেয়াদে ফিওরেন্তিনার কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই ক্লাবের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে এসি মিলানের দায়িত্ব নিয়ে ২০২২ সালে দলটিকে সেরি আ’ শিরোপা জেতান। সৌদি ক্লাব আল-নাসর থেকে ফিরে তিনি ফিওরেন্তিনার সঙ্গে তিন বছরের চুক্তি করেছিলেন, কিন্তু মাত্র চার মাসের মাথায়ই তার মেয়াদ শেষ হলো।
ফিওরেন্তিনার ক্রীড়া পরিচালক দানিয়েলে প্রাদেও শনিবার পদত্যাগ করেন। তার পরের দিন লেচ্চের বিপক্ষে পরাজয়ের পরই বোর্ডের মধ্যে পিওলিকে বরখাস্তের সিদ্ধান্ত স্পষ্ট হয়। ইতালীয় গণমাধ্যমের তথ্যে জানা গেছে, ক্লাবটি নতুন কোচ হিসেবে রোবের্তো দ’আভার্সা ও পাওলো ভানোলির নাম বিবেচনা করছে।
যদিও লিগে অবস্থান করুণ, উয়েফা কনফারেন্স লিগে এখন পর্যন্ত উজ্জ্বল ফিওরেন্তিনা। প্রতিযোগিতায় প্রথম দুটি ম্যাচ জিতে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। নতুন কোচের অধীনে বৃহস্পতিবার মাইনৎস ০৫-এর বিপক্ষে দলটির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে।