চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০২:৩২ পিএম
চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দরে রাহে জান্নাত (২৫) নামে এক কন্যা সন্তানের জননী গৃহবধু ঘরের ফ্যানে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনাটি গত ৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১১ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ফকিরপাড়ায় ঘটেছে। ওই গৃহবধু সাংবাদিক আলহাজ্ব নুর আলমের (৩৫) স্ত্রী। 

পরিবারের লোকজন জানায়, রাত ১০ টার পর ওই গৃহবধু তার একমাত্র ৫ বছরের মেয়েকে ঘর হতে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। এরপর পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও ওই গৃহবধু দরজা না খোলানোয় বাড়ির মহিলারা ফোন করে পরিবারের অন্যান্য সদস্যদের বাজার থেকে ডেনে আনে। সকলে মিলে দরজা ভেঙ্গে মরদেহ ঝুলানো অবস্থা থেকে নামিয়ে আনা হয়। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ বলেন, ঘটনা জানতে পেরে থানায় সংবাদ দিলে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ নামিয়ে সুরতহাল করে। 

ওই গৃহবধুর পিতা মোজাম্মেল হক বলেন, তার মেয়ে বিয়ের পুর্ব থেকে মানসিক রোগে আক্রান্ত ছিল। হঠাৎ সুস্থ ও হঠাৎ অসুস্থ হয়ে আত্মহত্যা করতে চাইত। ইতিপুর্বে দুবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল। অনেক চিকিৎসা করেও সুস্থ করা যায়নি। 

থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে