নওগাঁর পোরশায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রতিবন্ধী শিশু ও বয়স্কদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিকালে উপজেলার ৮ জন বয়স্ক ও ৩ জন প্রতিবন্ধি শিশুকে প্রত্যেকে একটি করে হুইল চেয়ার প্রদান করা হয়। বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম ও নিতপুর খাদ্য গুদামের ওসিএলএসডি রিয়াজুল হক, ফিল্ড সুপার ভাইজার রেজাউল করিম শাহ্, সহ সংশ্লিষ্ট অফিসের কর্মচারী বৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।