তদন্ত প্রতিবেদন

পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়

এফএনএস অনলাইন: | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৫:৪৫ পিএম
পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এখন থেকে বিমানের প্রশিক্ষণ ঢাকার বাইরে আয়োজন করা হবে। স্কুল নির্মাণে রাজউকের ভবন নির্মাণ নীতিমালা সঠিকভাবে মানা হয়নি জানান প্রেস সচিব।

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।

রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত প্রতিবেদনের বরাতে প্রেস সচিব এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। 

এফ-৭ বিজিআই মডেলের বিমানটি বিধ্বস্তের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ অনেকের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে