চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
চরভদ্রাসনে ৫০ জন দুস্থ মহিলার মাঝে সেলাই মেশিন বিতরন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুম থেকে বুধবার দুপুরে ৫০ জন দুস্থ নারীর আত্ন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বীনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের দক্ষতাবৃদ্ধিমূলক প্রশিক্ষন প্রাপ্ত ও দুস্থ মহিলাদের মাঝে এসব সেলাই মেশিন বিতরন করা হয়।

এসব সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান ও ইয়াকুব আলী প্রমূখ।

জানা যায়, ওই দিন উপজেলার দুস্থ মহিলাদের আত্ন কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রতিজনকে একটি করে মোট ৫০ জন মহিলার মাঝে বীনামূল্যে ৫০টি সেলাই মেশিন বিতরন করা হয়। উপকারভোগী ৫০ জন দুস্থ মহিলার মধ্যে ৩০জন নারী যুবউন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষন প্রাপ্ত। বাকী ২০ জন নারীকে বিশেষ বরাদ্ধের আওতায় এনে তাদের মধ্যেও বীনামূল্যে একটি করে সেলাই মেশিন বিতরন করা।

আপনার জেলার সংবাদ পড়তে