চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ গুলিবিদ্ধ

এফএনএস অনলাইন:
| আপডেট: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম | প্রকাশ: ৫ নভেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ গুলিবিদ্ধ

গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। 

নগরীর হামজারবাগ এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বিএনপি মিডিয়া সেল থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত ফেসবুক পেজে পোস্টে জানিয়েছে, চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। আজ চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং পায়ে গুলি করে। 

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এবিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, “এরশাদ উল্লাহ বায়েজিদ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এই সময় দুর্বৃত্তরা এসে গুলি করেছেন। এতে এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।”

এর আগে গত সোমবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এরশাদ উল্লাহর নাম ঘোষণা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে