রাজশাহীর বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঘা পৌরসভা ফুটবল একাদশ জয়লাভ করেছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মনিগ্রাম ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-২ গোলে পরাজিত করেন বাঘা পৌরসভা ফুটবল একাদশ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে পুরুস্কার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলিসহ উপজেলার বিএনপির নেতা ও সরকারি কর্মকর্তা কর্মকর্তারা।
খেলা পরিচালনা করেন রবিন খান, সুজন মাহমুদ ও আবু হানিফ। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিঞা, শরিফুল ইসলাম, বি কে রায়, হান্নান সরকার।