মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পের আওতায় নারায়নগঞ্জ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সংযুক্তির দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে যোগাযোগ উপদেষ্টা বরাবর স্মারক লিপি পেশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে মুন্সীগঞ্জ মেট্রোরেল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে দাখিলকৃত স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম গ্রহন করেন। মুন্সীগঞ্জ মেট্রেরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রেরেল বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব ও উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম এফসিএমএ,জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি এডভোকেট মাহবুব আলম স্বপন,অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান ভ’ইয়া, সিনিয়র সাংবাদিক মাহবুবু আলম লিটন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক মাসুদ রানা, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মো: মমিন বিশ্বাস প্রমুখ। স্মারকলিপিতে মুন্সীগঞ্জ,টঙ্গীবাড়ি ও এর পার্শ্ববর্তি অঞ্চলের ১০ থেকে ১৫ লক্ষ মানুেষের ঢাকায় যাতায়াতের দূরবন্থা চিত্র তুলে ধরা হয়। এছাড়া বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকা বাসযোগ্য রাখার প্রয়োজনে মেট্রেরেল প্রকল্প বাস্তবায়নে জোর দাবী জানানো হয়। পরে মেট্রেরেল বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ আগামী ১৪ নভেম্বর সকাল ৯ টায় একই দাবীতে মুন্সীগঞ্জ জেলা শহরে মানব বন্ধন কর্মসূচি ঘোষনা করেন।