মেহেন্দীগঞ্জে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০২:৪০ পিএম
মেহেন্দীগঞ্জে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

বরিশালের মেহেন্দীগঞ্জে ৯০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার সন্ধ্যা ৭টার দিকে মেহেন্দীগঞ্জের কালিগঞ্জ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা মেঘনা নদীতে  অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এই কারেন্ট জাল জব্দ করে। জালের মূল্য প্রায় সাড়ে ৩১ কোটি টাকা। মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি বিষয়টি নিশ্চিত করেছেন। 

মেহেন্দীগঞ্জ মৎস্য অফিস জানায়, জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ সময়ে অসাধু ব্যবসায়ীরা অবৈধ কারেন্ট জাল পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিগঞ্জ কোস্টগার্ড উপজেলার উলানিয়া ইউনিয়নের মেঘনা নদীর সবুজ বয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিনচালিত ট্রলার তল্লাশি করে ৯০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে। জালের মূল্য প্রায় ৩১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সকালে জব্দকুত জাল মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানির উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া ট্রলার চালক ও ২ শ্রমিকের কাছ থেকে মুচলেকা নিয়ে ট্রলারসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

ইলিশসম্পদ রক্ষায় মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর সানি।

আপনার জেলার সংবাদ পড়তে