ভূঞাপুরে ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৩:৫৭ পিএম
ভূঞাপুরে ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘নো কার্ড, নো ড্রাইভ’ - এই স্লোগানকে সামনে রেখে ভূঞাপুর পৌরসভার আয়োজনে অটোরিক্সা, ইজিবাইক ও ভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্বাধিনতা কমপ্লেক্স হল রুমে এ প্রশিক্ষণ  কর্মসূচি পরিচালিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শতাধিক চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত চালকদের মাঝে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ও ভূঞাপুর পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল  বিআরটিএ'র মোটরযান পরিদর্শক এনামুল হক ইয়ন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ রফিকুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা বলেন, সড়কে দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। অটোরিক্সা, ইজিবাইক ও ভ্যান চালকদের অবশ্যই নির্ধারিত গতিতে গাড়ি চালানো, সড়ক চিহ্ন ও নির্দেশনা মেনে চলা এবং পথচারীদের অগ্রাধিকার দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় সকল চালকদের নিয়ম মেনে গাড়ি চালানো এবং লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে