জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৬:০৬ পিএম
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের নামে মারধর, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে নালিশি মামলার আবেদন করেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি, যিনি নিজেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি করেছেন।

আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযুক্তরা হলেন—ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী এবং সোনিয়া আক্তার লুবনা।

মামলার বিবরণে বলা হয়েছে, নারায়ণগঞ্জের কাচপুর সেতু এলাকায় ২০২৪ সালের ১৮ জুলাই পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে আহত হন জাহাঙ্গীর। পরে সহায়তার আশায় চলতি বছরের ২৭ মে দুপুরে তিনি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে যান। সেখানে অনুদান চেয়ে দালিলিক প্রমাণ দাখিল করলে আসামিরা তাকে আলোহীন একটি কক্ষে নিয়ে মারধর করেন।

অভিযোগে বলা হয়, আসামি সাইদুর রহমান শাহিদ লোহার পাইপ দিয়ে জাহাঙ্গীরের মাথায় আঘাত করেন, এতে তিনি জ্ঞান হারান। পরে জ্ঞান ফিরলে আবারও মারধর করা হয়। এ সময় আসামিরা তাকে ‘ভুয়া জুলাইযোদ্ধা’ স্বীকারোক্তির জন্য চাপ দিতে থাকেন এবং তার মোবাইল ফোন কেড়ে নেন। বিএনপি নেতার সঙ্গে ছবি থাকার কারণে আরও নির্যাতন চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীরের অভিযোগ, আসামিরা পরে জোর করে তার হাতে একটি ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এর আগে গত ১৪ অক্টোবরও একই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে আরেকটি মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা হয়, যা তদন্ত করছে সিআইডি।

আপনার জেলার সংবাদ পড়তে