গফরগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ০৭:৩৭ পিএম
গফরগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সান্দিয়ান হাজ্বী সূফী উমেদ আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে আটটায় উপজেলার রসুলপুর ইউনিয়নের মাতৃসেবা সমাজ সেবা প্রতিষ্ঠান আয়োজনে এবং মাতৃসেবা সামাজিক সংগঠনের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা শুরু হয়। অধ্যাপক ডাঃ এম. এ. সামাদ এর নেতৃত্বে ৭জন বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৬ শতাধিক বিভিন্ন রোগে রোগীকে চিকিৎসা সেবা দেন।

এসময় মাতৃসেবা সামাজিক সংগঠনের সভাপতি আবুুল কাশেম মাষ্টার বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প মাধ্যমে এলাকায় সাধারণ মান্ষু বিশ্বমানের চিকিৎসা সেবা পাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন মাতৃসেবা সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আবুল কাশেম মাষ্টার,  সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান আনাস, সহ-সভাপতি আবু জাফর মোঃ আশরাফুল হক, সাধারণ সম্পাদক আবু মাহাসেন মোহাম্মদ সাজ্জাদ অর্থ সম্পাদক মোঃ সারফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে