রাজধানীর চকবাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৯ পিএম
রাজধানীর চকবাজারে র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বৃহস্পতিবার র‌্যাব সদর দপ্তরের মোঃ আবু হাসান, আইন কর্মকর্তা, সিনিয়র সহকারী সচিব, র‌্যাব র্ফোসেস সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ফয়জুনেছা আক্তার, মনিটরিং এন্ড এনর্ফোসমেন্ট উইং পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা এবং র‌্যাব-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ডিএমপি, ঢাকার চকবাজার এলাকায় মো: জসিম’কে ১,৫০,০০০/- টাকা জরিমানা, মো: আলামিন’কে ১,০০,০০০/- টাকা জরিমানা এবং বাবুল’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দসহ প্রতিষ্ঠান গুলো সীলগালা করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট করে মানুষের বসবাসের অনুপযোগী করে তুলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে