আগৈলঝাড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:২৯ এএম
আগৈলঝাড়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যেগে বিকেলে উপজেলা বিএনপির দলিয় কার্য্যালয়েরে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে এক আনন্দ র‌্যালি, কেক কাঁটা ও পথসভার  মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। উপজেলা ছাত্রদলের নেতৃত্বে বিকেলে উপজেলা দলিয় কার্য্যালয়ে সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দলিয় কার্য্যালয়ের র‌্যালি শেষে একসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বকরে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক মো. সাব্বির আহম্মেদ। সভাপরিচালনা  করেন সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ যুগ্ম আহবায়ক মো. সাকিল ফকির।

 সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম আফজাল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্র নেতা ডাক্তার মো.মাহাবুবুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক আরিফ হোসেন ফিরোজ,  জেলা যুবদল সদস্য সালমান রহমান রিপন, উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল ইসলাম জুয়েল মোল্লা, উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক মো. হেমায়েত তালুকদার, সাবেক ভিপি মো. সেলিম সরদার,  সাবেক জিএস অকবার ফকির, উপজেলা ছাত্রদলের  যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জনি, নাহিদ মোল্লা, শাকিল সিকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।    

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW