বাগানে ঝুলে ছিল ভ্যান চালকের মরদেহ

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৩০ নভেম্বর, ২০২৪, ০২:১৯ এএম
বাগানে ঝুলে ছিল ভ্যান চালকের মরদেহ

ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষীপুর গ্রামের একটি মেহেগুনি বাগান থেকে নায়েব আলী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ওই বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।নায়েব আলী সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক।শুক্রবার দুপুর আনুমানিক সাড়ে তিনটার দিকে কয়েকজন ব্যক্তি বাগানে খড়ি (লাকড়ি) সংগ্রহের জন্য গিয়ে গলায় দড়ি বাঁধাসহ গাছের সঙ্গে ঝুলে থাকা লাশ দেখতে পায়। ঘটনাটি সঙ্গে সঙ্গে গ্রামে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নায়েব আলী ভ্যানচালক। তিনি বিগত ৪/৫ দিন আগে বাড়ি থেকে হারিয়ে যায়। নায়েব একসময় কোনো মানুষ মারা গেলে সেই লাশ তার ভ্যান গাড়িতে করে পৌঁছে দিত।হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছাত্তার হোসেন জানান, নায়েবের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে