ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলমাকান্দা উপজেলা শাখার উদোগে সারাদেশে ন্যায় এক বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
শুক্রবার ভোর ৬টায় উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসটির সূচনা হয়। পরে জুম্মার নামাজের পর বিকেল ৩টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপি সভাপতি এমএ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়ার নেতৃত্বে দলের সদস্য, অঙ্গ সংগঠন এবং তৃণমূলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বর্নাঢ্য শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বিএনপির কার্যালয় এসে শেষ হয়।
পরে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিএনপি মনে করে, ৭ নভেম্বর শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় স্বাধীনতা, স্বাতন্ত্র্যবোধ এবং জনগণের সম্মিলিত শক্তির প্রতীক। এদিনের বিপ্লব ছিল বিদেশি প্রভাব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের স্পষ্ট অবস্থান এবং জাতির নেতৃত্ব পুনঃনিয়ন্ত্রণের সংগ্রাম।
দলটি আরও মনে করে, ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে এ চেতনা জাতিকে ঐক্যবদ্ধ করতে শক্তি যোগায়।
এ সময় মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন, সভাপতি এমএ আবুল খায়ের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ নাজিম, সহসভাপতি কলি আক্তার, যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের আহবায়কসহ দলীয় অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ।