মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পাইলভোগ ঈদগা ও খেলার মাঠ দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার সকালে পাইলভোগ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী জানান প্রায় ৫০ বছরেরও অধিককাল ধরে সরকারি খাস খতিয়ানভুক্ত এই মাঠটি স্থানীয়দের বিনোদন, ক্রীড়া ও ধর্মীয় আনুষ্ঠানের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে প্রতি বছর ঈদের জামাত ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা গ্রামের ঐক্য ও সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে।
কিন্তু ২০১৬ সালে জনৈক আনোয়ার মীর নামে একজন ব্যক্তি মাঠটির মালিকানা দাবি করে সরকার ও স্থানীয় গ্রামবাসীকে বিবাদী করে একটি ঘোষণামূলক মামলা দায়ের করেন, যা এখনো আদালতে চলমান।
সম্প্রতি পশ্চিম নওয়াপাড়া নিবাসী আমির ও তার সহযোগীরা মাঠটি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে এলাকাবাসী সে সময় গ্রামের মজনু মল্লিক আজার, শেখ মিরাজ, মল্লিক, আলমগীর মৃধা, হাসান, লিটনসহ প্রায় ৫ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিল।