দুর্যোগ প্রবন কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করতে চাই : বাপ্পী

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) :
| আপডেট: ৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৬:১৯ পিএম
দুর্যোগ প্রবন কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করতে চাই : বাপ্পী

খুলনা-৬ (কয়রা- পাইকগাছা) আসনের বিএনপির ধানের শীষ প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেছেন কয়রার মানুষ সব সময় দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এই এলাকার মানুষের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মান করা। আমি নির্বাচিত হতে পারলে আমার প্রথম কাজ হবে দুর্যোগ প্রবন কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মান করা। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সুন্দরবনের বনদস্যু মুক্ত করবো,  কয়রা সদরে একটি হাসপাতাল নির্মান করার পাশাপাশি  সদরে নির্মান করা ১ টি স্টোডিয়াম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করা হবে। সে জন্য তিনি বিএনপির সকল নেতা কর্মিদের মানুষের পাশে থেকে কাজ করার আহবান জানান। এ সময় কয়রার উন্নয়নে  তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।  মনিরুল হাসান বাপ্পী বৃহস্পতিবার (৭ নভেম্বর)  বেলা ১১ টায় কয়রা উপজেলায় তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। মত বিনিময় সভায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন  খুলনা জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, আবু সাইদ বিশ্বাস, কয়রার বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, জিএম রফিকুল ইসলাম, এফ এম মনিরুজ্জামান মনি, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, মাওলানা গোলাম মোস্তফা, মোস্তাফিজুর রহমান, শেখ মাসুদুর রহমান, নুর মোহাম্মদ জমিদার, কৃষক দলের আহবায়ক এস এম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোতাসিম বিল্যাহ, যুবদল নেতা  আহাদুর রহমান লিটন, মোস্তাফিজুর রহমান খোকন, কামরুজ্জামান টুকু, ইব্রাহিম হোসেন, এ করিম, শ্রমীক দলের আকবার হোসেন, আঃ রউফ, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুর রহমান মুন্না, নকিব, মহিলা দল নেত্রী দিলরুবা মিজান, ফাতেমা খাতুন, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, মেহেদী হাসান সবুজ, মামুনুর রহমান প্রমুখ।