বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের এক জনসভায় আইনজীবী সমাজকে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য প্রত্যাহার করে গোটা আইনজীবী সমাজের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-৪ আসনের সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের ভুল স্বীকারকার করে ক্ষমা চেয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ বলেন, গত ৫ নভেম্বর বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের একটি অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। সেই অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃতভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি আইনজীবী সম্প্রদায় সম্পর্কে একটি মন্তব্য করে ফেলেছি। যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারন হয়ে দাঁড়ায়। আমি উপলব্ধি করেছি এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল।
তিনি আরও বলেন, আমি আইনজীবী পেশাকে গভীর শ্রদ্ধার সাথে দেখি। বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ। আমার বক্তব্যে কারও মনে কষ্ট বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়ে থাকলে, আমি সমস্ত আইনজীবী সম্প্রদায়ের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি।
বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ, আইনজীবী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন -্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেদারপুর ইউনিয়নের ওই জনসভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ তার বক্তব্যে বলেছিলেন-‘ওকালতি যারা করে, তারা কিন্তু টাউট-বাটপার।’ পরে এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে আইনজীবী সমাজের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে গত ৬ নভেম্বর আইনপেশা সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।
পৃথক পৃথক বিবৃতীতে সংগঠনগুলোর নেতৃবৃন্দরা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাবেক সাংসদের কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য অবিলম্বে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহারসহ ক্ষমা চাওয়ার আহবান করা হয়। বিবৃতীর পরেরদিন শুক্রবার (৭ নভেম্বর) সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ভুল স্বীকার করে আইনজীবী সমাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন।