বিরলের মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের সম্পদ রক্ষায় মুসল্লীগণের মানববন্ধন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৭:২৪ পিএম
বিরলের মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের সম্পদ রক্ষায় মুসল্লীগণের মানববন্ধন

বিরলের মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের সম্পদ রক্ষায় মুসল্লীগণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর গ্রামের পাকা রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে মসজিদের মুসল্লীগণ বলেন, বিরল উপজেলার মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের সম্পদ ৭৭ বছর ধরে মোতোওয়াল্লী আত্মসাৎ করে আসতেছে। চলমান জরিপে আর.এস খতিয়ানে মসজিদের সম্পত্তি পক্ষে সেক্রেটারি নামে প্রচারিত হয়েছে। কিন্তু মোতোওয়াল্লির পক্ষের গুটি কয়েক লোকজন ৪২ এর (ক) ধারায় দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে আবার আবেদন করেছে যে, চলমান জরিপে আর.এস খতিয়ানে মসজিদের সম্পত্তি পক্ষে মোতওয়াল্লী করা হউক। একই এলাকার খেমারউদ্দিন এর ছেলে আবেদনকারী মোঃ হোসেন আলী এবং তার সঙ্গীরা হলেন মোঃ হোসেন আলীর বড় ছেলে মোঃ নুরজামাল, মোঃ হোসেন আলীর ছোট ভাই কোবাদ আলী। মোতোওয়াল্লি পক্ষের লোকজন বর্তমানে চান মসজিদের আনুমানিক চার বিঘা জমি চলমান জরিপে আর.এস খতিয়ানে মসজিদের সম্পত্তি পক্ষে আবার সেক্রেটারির স্থলে মোতোওয়াল্লি পক্ষে করা হোক। তারা মসজিদের সম্পত্তি কি ভোগ দখল করে খাবে? তারা চাষাবাদ যা করবে, তার কিছু অংশ মসজিদে দিবে বাকী সবটুকু তার নিজেরাই ভোক্ষণ করবে এটা কিভাবে সম্ভব? বর্তমানে মসজিদের জমি মসজিদ কমিটি পক্ষে চাষাবাদ করে আসতেছে এবং মসজিদ উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তাই মানববন্ধনকারী মুসল্লীরা মানব বন্ধন করে মোতোওয়াল্লীর বিপক্ষে। মোতোওয়াল্লী যেন কোনভাবেই মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের এই সম্পত্তি এককভাবে ভোগ দখল করতে না পারে।  মসজিদের সম্পত্তি আরএস খতিয়ানে মসজিদের সেক্রেটারির পক্ষে আছে সেক্রেটারির পক্ষেই রাখার দাবি করেন মুসল্লীগণ। 

মানব বন্ধনে উপস্থিত ছিলেন মোখলেসপুর নাঙ্গলদহ জামে মসজিদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক মোঃ আতিক ইসলাম, কোষাধক্ষ্য মোঃ খতিবুর রহমান সহ মসজিদের সকল নারী ও পুরুষ মুসল্লীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে