যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বললেন, “রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা ১৯৭৫ এর পরেই শুরু হয়েছে। স্বাধীনতার পর যারা সরকার গঠন করেছিল তারা দুর্নীতি ও অনিয়ম এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে সিপাহী জনতার বিপ্লব হয়েছে। ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।”
তবে নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট না হওয়াকে হতাশাজনক বলে জানান উপদেষ্টা।
‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় একথা বলার অর্থ আসলে কারও সঙ্গে বন্ধুত্বও নেই’-উল্লেখ করেন তিনি।
গণ-অভ্যুত্থানের পর্যালোচনা করার এখনও সময় আসেনি উল্লেখ করে আসিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো স্টাবলিশমেন্টের কোলে উঠে বসেছিল। যারা সংস্কারের কথা বলতো, তারাই এখন সংস্কারবিরোধী রাজনীতিতে ঢ়ুকে গেছে। কেউ কেউ রিয়েকশনারি পলিটিক্সে ঢ়ুকে গেল। এর মাধ্যমে আবার রিয়েকশনারি মুজিববাদী রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠছে।’