দেশ পরিচালিত হবে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে : হুমায়ুন কবির

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৫, ০৯:০৫ পিএম
দেশ পরিচালিত হবে রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে : হুমায়ুন কবির

বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক যুগ্ন মহাসচিব হুমায়ুন কবির বলেছেন, ফেব্রুয়ারীর নির্বাচনে জনগণ ধানের শীষকে বিজয়ী করলে দেশ রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হবে। উন্নয়নের রাজনীতি ফিরে আসবে। এদেশের উন্নয়ন হবে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, ঐতিহাসিক ভাবে বরিশাল একটি কৃষিনির্ভরশীল এলাকা। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে কৃষির উন্নয়ন হবে।গৌরনদী-আগৈলঝাড়ার উন্নয়ন হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা, পৌর শাখা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শরীফ শফিকুর রহমান স্বপন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক (ভারপ্রাপ্ত) হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, বলিশাল-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ খান প্রমূখ। সভার শুরুতে দুই উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে সমবেত হন।

আপনার জেলার সংবাদ পড়তে