টাঙ্গাইলে শুক্রবার (৭ নভেম্বর) যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। সকালে টাঙ্গাইল জেলা বিএনপির আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খান।
বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন, এ দিনই সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠিত হয়েছিল।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে
ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিএনপি সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কর্মসুচীতে অংশ নেন। এছাড়াও সকল উপজেলায় স্থানীয় বিএনপির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।