গোমস্তাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৪ এএম
গোমস্তাপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের মতবিনিময় সভা

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির কমিটি নিয়ে মতবিনিময় সভা করা হয়। উপজেলা ও রহনপুর পৌর বিএনপি কমিটির বঞ্চিত নেতাকর্মী আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ের সাবেক বিএনপির নেতা মোজাম্মিল হক। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক রহনপুর পৌরসভার মেয়র তারিক আহমদ। অন্য নেতাকর্মীদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন বিএনপিন সাবেক নেতা শফিকুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা জাকির খান, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, সাবেক রহনপুর পৌরসভার কাউন্সিলর জুয়েল আলী, সাবেক ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, যুবনেতা আবদুল্লাহ, সাফিরুল ইসলামসহ অনেকে। এ সময় বঞ্চিত নেতাকর্মীদের গণসাক্ষর করা হয়।  সভায় বক্তারা বিএনপির একটি বৃহত্তর অংশকে বাদ দিয়ে পকেট কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । এছাড়া, সভা শেষে পদবঞ্চিত  নেতাকর্মীদের গণস্বাক্ষর সম্বলিত দুটি আবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বক্তব্য শেষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম বিএনপি নেতা বাইরুল ইসলামের রুহের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়। প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি এখন তিন ভাগে বিভক্ত। এরই মধ্যে দুই ভাগকে বাদ দিয়ে চলছে এক পক্ষের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া। ইতিমধ্যে প্রায় শেষ করেছে বর্তমানে থাকা উপজেলা ও রহনপুর পৌরসভা দায়িত্বে থাকা আহবায়ক কমিটি।

আপনার জেলার সংবাদ পড়তে