দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ নারী বিক্রতা গ্রেপ্তার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০২:০০ পিএম
দেশীয় অস্ত্র বিপুল পরিমাণ অর্থ ও মাদকসহ নারী বিক্রতা গ্রেপ্তার

মাদক বিক্রির নগদ ২০ লাখ টাকা, দেশীয় অস্ত্র ও ১০২ পিস ইয়াবাসহ বরিশাল নগরীর আলোচিত নারী মাদক বিক্রেতা শিল্পী বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকার আলোচিত মাদক বিক্রতা শিল্পী-সুমন দম্পত্তির বসত ঘরে এ অভিযান পরিচালনা করে কাউনিয়া থানা পুলিশ।

অভিযান টের পেয়ে কৌশলে শিল্পী ও সুমন পালিয়ে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে শিল্পী বেগমকে গ্রেপ্তার করলেও তার স্বামী মান্না সুমন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত শিল্পী বেগমকে আজ শনিবার (৮ নভেম্বর) আদালতে সোর্পদ করা হবে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘ দেড়যুগের অধিক সময় ধরে শিল্পী-সুমন দম্পত্তি পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় মাদকের রমরমা বাণিজ্য করে আসছে।

মাদক বাণিজ্যের নিরাপত্তায় তারা এলাকার বিভিন্নস্থানে সিসি ক্যামেরা স্থাপন করেছিল। যে কারণে পুলিশ ও গোয়েন্দাদের জন্য ওই দম্পত্তিকে গ্রেপ্তার করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে-গোপন সংবাদের ভিত্তিতে ৭ নভেম্বর সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের নেতৃত্বে একটি বিশেষ টিম নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। 

পুলিশের উপস্থিতি টের পেয়ে সুমন-শিল্পী দম্পতি পালাতে চাইলে ধাওয়া করে শিল্পীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কৌশলে মান্না সুমন পালিয়ে যায়।

সৃত্রে আরও জানা গেছে-অভিযানে কাউনিয়া থানার ওসি ইসমাইল হেসেন, সেকেন্ড অফিসার হরসিদ মন্ডলসহ অন্যান্য অফিসাররা অংশগ্রহন করেন। 

পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে গ্রেপ্তারকৃত শিল্পী বেগমকে নিয়ে তার বসতঘরে তল্লাশী চালিয়ে মাদক বিক্রির নগদ ২০ লাখ টাকা, দেশীয় অস্ত্র ও ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে-এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের পর আজ শনিবার গ্রেপ্তারকৃত শিল্পী বেগমকে আদালতে সোর্পদ করা হবে। পাশাপাশি পলাতক মান্না সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, বরিশালের বর্তমান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এরপর থেকেই গোয়েন্দা ও থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেন।

আপনার জেলার সংবাদ পড়তে