বালিয়াকান্দিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এফএনএস (মেহেদী হাসান মাসুদ, রাজবাড়ী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৫:৪৭ এএম
বালিয়াকান্দিতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ১লা জানুয়ারী (বুধবার) বিকালে উপজেলা ছাত্রদলের আয়োজনে এ উপলক্ষে বালিয়াকান্দি মিনি স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বালিয়াকান্দি বাজারের বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ছাত্রদলের সদস্য খোন্দকার শফিউল আজম শিবলুর সভাপতিত্বে ও সাবেক  উপজেলা ছাত্রদল নেতা দিপু মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। আমন্ত্রণ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেল্লাল, সাবেক বিএনপির দপ্তর সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক সোহেল হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক সজল, সদস্য সচিব রফিকুজ্জামান লিটন প্রমূখ। অন্যান্যদের মধ্যে সাবেক ছাত্র দল নেতা খোন্দকার আসাদুল্লাহিল গালিব, মিতা খাতুন, খোন্দকার ফজলে রাব্বী, খোন্দকার শোভন আরেফিন প্রমূখ বক্তব্যে রাখেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে