নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লায়ন নূর ইসলাম দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল থেকে রাত অবধি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন-জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ অনেকে।
বক্তারা, দেশের সার্বিক উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এছাড়া উপস্থিত নেতাকর্মীরা নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে লায়ন নূর ইসলামের পক্ষে সমর্থন জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন ধরণের স্লোগান দেন নেতাকর্মীরা। এদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে নির্বাচনী গান পরিবেশন করেন স্থানীয় বয়াতিরা।