আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ দূনীতি মুক্ত বাংলাদেশ হবে, আগামী দিনের বাংলাদেশ সন্ত্রাস নৈরাজ্য মুক্ত বাংলাদেশ হবে, সন্ত্রাস নৈরাজ্য মু ক্ত করতে হলে নতুন নেতৃত্ব লাগবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও নোযাখালী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা অধ্যক্ষ সাইয়েদ আহম্মেদ।
তিনি শনিবার সকালে নোয়াখালীর সেনবাগে দাঁড়ি পাল্লা মার্কার সমর্থনে মোটরসাইকেল শোভাযাত্রার পুর্বে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এক পথ সভায় এই মন্তব্য করেন।
এসময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আলা উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এয়াছিন করিম, নায়েবে আমীর সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, সেক্রেটারী মাওলানার নুরুল আবছার, সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ হানিফ, মাওলানা নুরুল হুদা মিলন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, বিগত ৫৪ বছর যাদেরকে আমরা বার বার দেখছি তাদের দ্বারা নতুন বাংলাদেশ গড়া সম্ভাব নয়। তাই আজকে ন্যায় আর সততার ভিত্তিতে বাংলাদেশের নতুন রাজনীতি শুরু করতে হবে। আর জামায়াতে ইসলামী সারাদেশে সৎ, যোগ্য, দক্ষ, উচ্চ শিক্ষিতদের মনোনয়ন দিয়েছে আমি বিশ্বাস করি নতুন বাংলাদেশ গড়তে হলে দাঁড়ি পাল্লার বিকল্প নেই। এখানে অনেক সমস্যা রয়েছে যেমন স্বাস্থ্য খাত, আমাদের আল্লাহ দায়িত্ব দেয় তাহলে আমরা এই সকল সমস্যা সামাধান করে। সেনবাগে যুব সমাজে মাদক থেকে ফিরিয়ে নিয়ে খেলাধুলার ব্যবস্থা করা হবে । সেনবাগ একটি আধুনিক সেনবাগ গড়ে তোলা হবে।