সরাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ০৩:৫৬ পিএম
সরাইলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে তাকরিম (০৩) ও আদনান (০৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে এরা দু’জন মামাত ফুফাত ভাই। শনিবার সকালে সরাইল সদরের উত্তর কুট্রাপাড়া গ্রামে গোলাম হোসেনের বাড়িতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। পারিবারের সদস্যরা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়,  গোলাম হোসেনের মেয়েকে বিয়ে দিয়েছেন উচালিয়াপাড়া গ্রামের আরাফাত মিয়ার কাছে। আরাফাত মিয়ার ছেলে আদনান নানার বাড়িতে বেড়াতে এসেছে। আদনানকে পেয়ে খুবই খুশি তার আপন মামাত ভাই তাকরিম। আনন্দে দুই ভাই বাড়ির পাশেই গতকাল সকালে খেলা করছিল। হঠাৎ ৯টা-সাড়ে ৯টার পর দু’জনকে আর দেখা যাচ্ছিল না। তাদের মা সহ পরিবারের সকলেই খুঁজাখুঁজি করে আশেপাশে কোথাও পায়নি। সকাল সাড়ে ১০টার দিকে এক শিশুর লাশ বাড়ি সংলগ্ন পুকুরে ভেসে উঠে। তখন সকলেই শিশু দুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পানিতে খুঁজে অপর শিশুর লাশও পাওয়া যায়। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, একই সাথে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি জেনেছি। বিষয়টি খুবই দু:খজনক। আমাদের প্রত্যেককে আরো সচেতন হওয়া জরূরী। নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো আদনান: শিশু আদনান। আদনানের বাবার বাড়ি সরাইল সদরের উচালিয়াপাড়া গ্রামে। নানার বাড়ি উত্তর কুট্রাপাড়া। তার নানা গোলাম হোসেন। মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বেড়াতে এসে সহপাঠি আপন মামাত ভাইকে কাছে পেয়ে উল্লাসে মেতেছিল আদনান। কিন্তু আদনানের সেই উল্লাস ও আনন্দ স্থায়ী হয়নি। এক সময় মনের অজান্তেই ভাইয়ের সাথে খেলা করতে করতে বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে গেল দু’জন। কেউ দেখেননি। তাই সাঁতার না জানা দুই শিশু অসহায় হয়ে পানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। করূন ও মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তাদের। নানার বাড়িতে এসে লাশ হয়েই বাড়ি ফিরল আদনান। 

আপনার জেলার সংবাদ পড়তে