দেবহাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৫, ১০:০০ পিএম
দেবহাটায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ বিজয়ী

দেবহাটা শ্রমিক একাদশের আয়োজনে ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার বিকালে ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। খেলায় একদিকে অংশগ্রহণ করে দেবহাটা উপজেলার সুশীলগাতী নবজাগরন সংঘ আর অন্যদিকে অংশগ্রহণ করে কালীগঞ্জের জাহেদানগর আনিকা ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত টাইমে কোন দল গোল করতে না পারায় টাইব্রেকারে আনিকা ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। তাকে সহযোগীতা করেন সহকারী রেফারী জাকির হোসেন ও নাজির হোসেন। শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, ইউপি সদস্য আব্দুল হাই, সংরক্ষিত ইউপি সদস্যা রেহেনা পারভিন প্রমুখ। অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলকে ৬ হাজার ও ৪হাজার এবং ট্রফি প্রদান করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে