আজকের শিশু আগামীর ভালো মানুষ হয় শিক্ষক দ্বারা। আমার বাবাও ছিলেন হাইস্কুলের শিক্ষক। এজন্য আমরা আট ভাইবোন বাবার দ্বারা উত্তম শিক্ষা অর্জন করেছি। আমিও আপনাদের মতো শিক্ষক পরিবারের সন্তান। তাই শিক্ষকদের আমি সবচেয়ে বেশি সম্মান করি। সেনাবাহিনীতে চাকুরির সময় আমিও শিক্ষা নিয়েছি। পরে মেধা তৈরির কারিগর হিসেবে সম্মান পেয়েছি। শনিবার ৮ নভেম্বর পড়ন্ত বিকেলে তানোর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অবসর কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। সভায় সমিতি কর্তৃক প্রদেয় ২৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মৃত ব্যক্তির পরিবারের মাঝে ৮ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করেন তিনি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- তানোর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা মিজানুর রহমান মিজান। এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আইয়ুব আলী মাস্টার। সভা পরিচালনায় ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক শিক্ষক মো. হাবিবুর রহমান ও সাংঠনিক সম্পাদক মো. আল-আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ও উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি ছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক এমদাদুল হক মন্ডলসহ বিএনপি ও অঙ্গ-সংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। ই/তা