হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৫, ০২:০১ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০২:০১ পিএম
হিলিতে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

নিহত সিমি আক্তার (২৭)খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকাতে কাজ করছেন।

প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছু আগে ফুলবাড়ি উপজেলার মাদলাহাট এলাকায় বিবাহ করছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে। নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন,  সকালে সংবাদ পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম সাতকুড়ি এলাকায় রবিনের বাড়ি গিয়ে তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় স্ত্রী সিমি আক্তারের মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।

আপনার জেলার সংবাদ পড়তে