পিরোজপুরের ইন্দুরকানীতে গ্রীণফোর্স বাংলাদেশ এর উদ্যোগে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় জিয়াগনর প্রেসক্লাব মিলনায়তনে মোঃ আজাদ হোসেন বাচ্চু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রীণফোর্স বাংলাদেশের ন্যাশনাল কোর্ডিনেটর ডাঃ এমএম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, গ্রীণফোর্স বাংলাদেশ এর ডেপুটি কোর্ডিনেটর প্রফেসর জাহিদুল ইসলাম, জেলা গ্রীণফোর্সের সভাপতি মইনুল আহসান মুন্না, সহ-সভাপতি খালেদা আক্তার হেনা, ওয়াহিদ মুরাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মারুফুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা দুপ্রক সভাপতি গাজী হেলাল উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান, সাংবাদিক কে এম শামীম রেজা প্রমুখ। বক্তরা গ্রীণফোর্সের লক্ষ্য উদ্দেশ্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সভাটি সঞ্চালনা করেন, মোঃ আলতাফ হোসেন, কর্মসূচী ব্যবস্থাপক, রূপসী বাংলা উন্নয়ন সংস্থা।