মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৫, ০২:০৪ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০২:০৪ পিএম
মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সম্পদপুর গ্রামে সানজিদা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছেন। সে উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায় রোববার সকালে সানজিদার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে তার পরিবারের সদস্যরা থানায় খবর দেয়। খবর পেয়ে থানার এস.আই আতিয়ার রাব্বি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্যা লাশ উদ্ধার করে ময়নাতনদের জন্য হবিগঞ্জ মরগে প্রেরণ করা হয়েছে। কি কারনে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া বলা যাবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে