বাবুগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০২:০৭ পিএম
বাবুগঞ্জে মানসিক ভারসাম্যহীন নারীর আত্মহত্যা

বরিশালের বাবুগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব পাংশা গ্রামে ইউপি সদস্য খলিলুর রহমানের পুরোনো বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আখি আক্তার (৪০) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক অসুস্থতার কারণে তার বিয়ে হয়নি এবং তিনি পরিবার থেকে আলাদা ঘরে বসবাস করতেন। শনিবার দিবাগত রাতের যেকোনো সময় তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

রোববার সকাল আটটার দিকে পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে গেলে এক গৃহবধূ ঘরের বেড়ার ফাঁক দিয়ে দেখতে পান আখি আক্তার ঝুলন্ত অবস্থায় রয়েছেন। চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে এসে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ঘটনাটি থানায় জানান।

খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আখি আক্তার পূর্ব পাংশা গ্রামের দিলু মীরার মেয়ে। এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-উল ইসলাম বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা।”

আপনার জেলার সংবাদ পড়তে