মুজিবর রহমান শামীম

আপনাদের সকল প্রকার সুভিধার জন্য আমি সদয় প্রস্তুত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ৯ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০২:১১ পিএম
আপনাদের সকল প্রকার সুভিধার জন্য আমি সদয় প্রস্তুত

আমি চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। নির্বাচনের আগে আমি ওয়াদা করে ছিলাম আপনারা আমার কাছ থেকে কোন দুর্ণীতি পাবেন না। বলতে পারবেন কারো কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছি ? কোন প্রজেক্ট থেকে টাকা নিয়েছি? কোন মাদ্রাসা বা স্কুলের প্রজেক্ট থেকে পার্সেন্টেস নিয়েছি। এ সময় সকলে বলেন না। মুজিবর রহমান শামীম আরো বলেন, আমি আল্লাহকে ভয়করি। মুসলিম হোক আর হিন্দুহোক প্রতিটি মানুষকে মরতে হবে। অতএব, এই সামান্ন সময় আল্লাহর জন্য আমরা কি কাজ করেছি। কিছুই করতে পারিনি।

 আপনারা বলতে পারবেন আমি কোন সময় আপনাদের অবমুল্যায়ন করেছি না’ কখনও আবমুল্যয়ন করিনি। কি বা বিএনপি, কিবা জামায়াত কিবা সাধারন মানুষ। সকলকে আমি ভাল বেসেছি অসহায়কে সহায়তা করেছি। আগামীতেও আপনাদের পাশে থেকে খেদমত করতে চাই। আমি নির্বাচিত হলে আপনাদের সকল প্রকার সুভিধার জন্য সদয় প্রস্তুত থাকবো।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়বাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতী মফিজুল ইসলাম এর সভাপতিত্বেও বড়বাড়িয়া ইউনিয়নের উদ্যোগে বাজার ঈদগাহ মাঠে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোল্লা মুজিবর রহমান শামীম (বাগেরহাট-১) এ সকল কথা বলেন।

 এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী, সাধারণ সম্পাদক মাও: শাহাদাৎ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি মাওলানা সুলতান মাহমুদ খান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা সভাপতি যুবনেতা ডা. নাজমুল হুদা, জাতীয় শিক্ষক ফোরামের আহ্বায়ক দাউদুল ইসলাম লিন্টু খান,  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল করীম, মো: জাহাঙ্গীর আলম মুন্সী সহ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।