বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০২:১৬ পিএম
বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

বাংলাদেশ ছাত্রলীগ বাবুগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন রুমনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই পুলিশ রুমানের বাসায় উপস্থিত হয়ে তাঁকে আটক করে নিয়ে যায়। গ্রেফতারের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ছাত্রলীগ ও স্থানীয় রাজনৈতিক মহল এ ঘটনাকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা অবিলম্বে রুমানের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

একাধিক নেতৃবৃন্দ বলেন, মনির হোসেন রুমান বাবুগঞ্জে ছাত্র রাজনীতিতে এক নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। তাঁর গ্রেফতার উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।

আপনার জেলার সংবাদ পড়তে