রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫, ০৩:৪১ পিএম
রাজশাহীর মোহনপুরে ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন
রাজশাহীর মোহনপুর উপজেলায় ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৯ নভেম্বর) সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মোহনপুর উপজেলার তিলাহারী গ্রাম পার হয়ে বিলের মধ্যে তাকে ছুরিকাঘাত করা হয়। দুপুরে মোহনপুর থানার সাব-ইনস্পেক্টর (সেকেন্ড অফিসার) মোদাসসির হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের নাম ফজলুল করিম (৩৫)। তিনি জেলার তানোর উপজেলার অমৃতপুর গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন ফজলুল করিম। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার পরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তাকে দেখা যায়। এ সময় পুলিশকে খবর দিয়ে তাকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মোহনপুর থানার সেকেন্ড অফিসার মোদাসসির হোসেন খান বলেন, ঘটনার পরপরই আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি। নিহতের স্বজনরা এখনো কেউ থানায় আসেননি। তারা অভিযোগ বা মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে